Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপ খালে, ২ ভাইয়ের মৃত্যু


২৭ মে ২০২০ ১৬:০৫ | আপডেট: ২৭ মে ২০২০ ১৬:০৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপ পানিতে পড়ে সুজন মিয়া (২৬) ও রাব্বি মিয়া (১১) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে উপজেলার আউখা‌বো এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন ও রাব্বি ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর কাজলা এলাকার ইউসুফ চৌধুরীর ছেলে। এই দুই সহোদর পিকআপের চালক ও হেলপার হিসেবে কাজ করতেন।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, বুধবার ভোরে ঢাকার যাত্রবাড়ী থেকে চালক সুজন ও হেলপার রাব্বি একটি পিকআপভ্যানে করে কাঁচামাল নিয়ে গাউছিয়া যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের আউখা‌বো এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে পিকআপটিকে ধাক্কা দেয়। ফলে দুটি যানই পাশের একটি খালের পানিতে পড়ে যায়।

ওসি জানান, এতে ঘটনাস্থলেই পিকআপ চালক সুজন মিয়া ও হেলপার রাব্বির মৃত্যু হয়। এ সময় ট্রাক চালক পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা হাইওয়ের পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও পিকআপ খাদ থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

২ ভাইয়ের মৃত্যু পিকআপ রূপগঞ্জ

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর