দিনাজপুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৬ জনের মৃত্যু
২৭ মে ২০২০ ১৫:৫০ | আপডেট: ২৭ মে ২০২০ ১৮:৪১
হিলি (দিনাজপুর): দিনাজপুরের বিরামপুরে বিষাক্ত অ্যালকোহল পানে স্বামী-স্ত্রীসহ ছয় জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে পৌর এলাকায় মাহমুদপুর মহল্লা ও দুপুরে হঠাৎপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঈদের পর দিন তারা বিষাক্ত অ্যালকোহল পান করে। এরপর বুধবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকালে আব্দুল মতিন, আজিজুল ও মহসিন নামে তিন জনের মৃত্যু হয়। পরে দুপুরে শফিকুল ও তার স্ত্রী মঞ্জুআরা এবং তাপস নামের আরও তিন জনের মৃত্যু হয়।