Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার


২৭ মে ২০২০ ১২:৪৩

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে আবুল কালাম (৭০) নামে এক ব্যক্তিকে কুপিযে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিউলি বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) রাতে সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রাম থেকে মরদেহ উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, আবুল কালামের দ্বিতীয় স্ত্রী শিউলি বেগম। দাম্পত্য কলহ ও পারিবারিক তুচ্ছ ঘটনায় আবুল কালামকে প্রায়ই মারধর করতেন শিউলি বেগম। ঈদের দুদিন আগেও কালামকে লাঠি দিয়ে পেটান তিনি। এতে গুরুত্বর অসুস্থ হয়ে মঙ্গলবার সকালে বাড়িতেই মারা যান কালাম। তিনি সাদুল্লাপুর সাব-রেজিস্ট্রি অফিসের ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন ছিলেন।

স্বজন ও প্রতিবেশিদের অভিযোগ, লাঠি দিয়ে পেটানোয় কালামের হাত-পা ও শরীর জখম হয়। কিন্তু চিকিৎসা না করে তাকে বাড়িতে আটকে রাখা হয়। ঈদ ও পরের দিনেও তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। এমনকি কালামের মৃত্যুর ঘটনাটি জানাতেও সে সময় ক্ষেপণ করে। শিউলির অত্যাচার ও মারধরেই কালামের মৃত্যু হয়েছে বলে দাবি তাদের। ঘটনার সঙ্গে শিউলি, তার মা এবং বোনও জড়িত বলে অভিযোগ স্বজনদের।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, নিহতের হাত-পা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত শিউলিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার হত্যার অভিযোগে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

স্ত্রী গ্রেফতার স্বামীকে হত্যা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর