Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন


২৭ মে ২০২০ ১১:৪২

প্রতীকী ছবি

সিলেট: সিলেটের সুবিদবাজারে ছুরিকাঘাতে আমির হোসেন নামে এক যুবক খুন হয়েছে। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় পল্লবী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) জেদান আল মুছা সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আমির হোসেনের বাবা সুলতান মিয়া। আগে তারা নগরীর কাজিরবাজারের তোপখানা এলাকায় বসবাস করতেন। বর্তমানে টুকেরবাজারের ইনাতাবাদে থাকেন।

পুলিশ জানায়, আমির হোসেন নগরীর তালতলা থেকে বাইসাইকেলে নিজ বাড়ি টুকেরবাজারের ইনাতাবাদে ফিরছিল। পথে সুবিদবাজারের কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছা মাত্র কয়েকজন যুবক তার পায়ে ও পেঠে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে আমিরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এডিসি (মিডিয়া) জেদান আল মুছা জানান, পুর্ব শত্রুতার জের ধরে আমির হোসেনকে খুন করা হতে পারে। পুলিশ তদন্ত করছে।

যুবক খুন সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর