বিআইটিআইডির ল্যাব প্রধান করোনায় আক্রান্ত
২৭ মে ২০২০ ০৯:৫৭ | আপডেট: ২৭ মে ২০২০ ১৪:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের নমুনা পরীক্ষাগার বাংলাদেশ ইনস্টিটটিউট অব ট্রপিক্যল অ্যান্ড ইনফকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এর প্রধান কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এছাড়া চারজন সাংবাদিকও করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সারাবাংলাকে জানিয়েছেন, বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার ল্যাবের ইনচার্জ অধ্যাপক ডা. শাকিল আহমেদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
বিআইটিআইডির ল্যাবে গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে নমুনা পরীক্ষা শুরু হয়। আর শুরু থেকেই এর দায়িত্বে ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান শাকিল আহমেদ।
এদিকে বিআইটিআইডির ল্যাবে পরীক্ষায় চারজন সাংবাদিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামে দুটি বেসরকারি টেলিভিশনে কর্মরত দুজন সাংবাদিক রয়েছেন। এছাড়া চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি দৈনিকে কর্মরত একজনসহ আরও দুজন আছেন। চট্টগ্রামে এ নিয়ে ১৩ জন গণমাধ্যম কর্মী করোনায় আক্রান্ত হলেন।