Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত হয়ে চসিক কাউন্সিলরের মৃত্যু


২৭ মে ২০২০ ০০:০২

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের একজন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। নগরীর ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে মারা গেছেন। তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পঞ্চাশোর্ধ মাজহারুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

চসিকের সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নীলু নাগ সারাবাংলাকে জানান, মাজহারুল ইসলাম গত সপ্তাহে ফুসফুসের জটিলতায় অসুস্থ হয়ে পড়েন। দুবার নমুনা পরীক্ষায় তার করোনা নিগেটিভ ফলাফল আসে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

মাজহারুলের মেয়ের শ্বশুর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানিয়েছেন, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ প্রতিবেদন আসার পর তাকে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।

করোনা মৃত্যু

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর