Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


২৬ মে ২০২০ ২৩:২১

বগুড়া: বগুড়ায় যুবলীগ নেতা ফিরোজকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বগুড়া শহর যুবলীগের ৪ নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও চকসূত্রাপুর চকরপাড়ার ফজলার রহমানের ছেলে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে শহরের জহুরুল নগর এলাকায় মাহী ছাত্রাবাসে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার আরও দুই সহযোগী গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, সন্ধ্যার আগে যুবলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় মাহি ছাত্রাবাসে আশ্রয় নেন যুবলীগ নেতা ফিরোজ। দুর্বৃত্তরা সেখানে ঢুকে রাম দা দিয়ে এলোপাথারী কুপিয়ে চলে যায়। এ সময় ফিরোজকে উদ্ধার করতে গিয়ে তার দুই সহযোগী মশিউর রহমান মামুন ও এমরানকেও কুপিয়ে আহত করা হয়। পরে তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ফিরোজকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, কী কারনে খুনের ঘটনা ঘটলো তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

কুপিয়ে ‍খুন টপ নিউজ বগুড়া যুবলীগ নেতা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর