Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেল ২ রিকশাচালকের


২৬ মে ২০২০ ২৩:০৬

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচপুরে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই রিকশাচালক মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। তবে অ্যাম্বুলেন্সের চালক পালিয়েছে।

মৃত দুই রিকশাচালক হলেন কিশোরগঞ্জের চারাইল থানার বরহা গ্রামের আহাদ মিয়া এবং নীলফামারীর দর্জিপাড়া গ্রামের আবুল কাফি। নিহতদের একজন কাচপুর ও অপরজন মদনপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি কাঁচপুরে এসে নিয়ন্ত্রণ হারানোর পর দুই রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিকশা দুটি এবং অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হন রিকশা দুইটির চালক দুইজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুইজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে অ্যাম্বুলেন্সটি জব্দ করে।

কাচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, অ্যাম্বুলেন্স চালককে আটক করার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টপ নিউজ রিকশাচালক সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর