Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লী নিবাস লকডাউন, কোয়ারেনটাইনে সাদ এরশাদ ও তার স্ত্রী


২৬ মে ২০২০ ২১:৩০ | আপডেট: ২৭ মে ২০২০ ০৯:৫৯

ঢাকা: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের বাড়ি পল্লী নিবাস লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রোববার (২৪ মে) রাতে বাড়িটি লকডাউন করা হয়। বাড়িটিতে কোয়ারেনটাইনে আছেন এরশাদপুত্র সাদ এরশাদ ও তার স্ত্রী মহিমা সাদ।

রংপুর-৩ আসনের এমপি সাদ এরশাদের এক গানম্যান করোনা পজিটিভ হওয়ায় সাদ এরশাদ, তার স্ত্রী ও বাড়ির সব স্টাফকে ১৪ দিনের কোয়ারেনটাইনে পাঠানো হয়।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, লকডাউন হওয়ায় পল্লী নিবাসে জাতীয় পার্টির নেতাকর্মী ও জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানান, গত ২৩ মে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় এমপি সাদ এরশাদের এক গানম্যানের করোনা পজেটিভ ধরা পড়ে। স্বাস্থ্যবিধি অনুরসরণে পল্লী নিবাস লকডাউন ঘোষণা করা হয়েছে। বাড়ির সব সদস্য বর্তমানে কোয়ারেনটাইনে আছেন।

এদিকে এরশাদের স্ত্রী রওশন এরশাদ সিএমএইচে ভর্তি রয়েছেন। বার্ধক্যজনিত কারণে তিনি বেশ দুর্বল হয়ে পড়েছেন। এই কারণে তিনি হাসপাতালে চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে রয়েছেন।

করোনাভাইরাস কোয়ারেনটাইন জাতীয় পার্টি রংপুর সাদ এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর