Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধ্যক্ষ নীলুফার মঞ্জুরের মৃত্যু ডিএসসিসি মেয়রের শোক


২৬ মে ২০২০ ১৮:০৮

ঢাকা: ইংরেজি মাধ্যমের স্কুল সানবীমের অধ্যক্ষ নীলুফার মঞ্জুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায এই শোক জানানো হয়।

শোক বার্তায় জানানো হয়, ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

নীলুফার মঞ্জুর করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান।

বনানী কবরস্থানে নীলুফার মঞ্জুরকে দাফন করা হয়েছে।

ইংরেজি মাধ্যম নিলুফার মঞ্জুর সানবীম স্কুল