Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তরুণীকে অপহরণ করে ধর্ষণের মামলায় যুবক গ্রেফতার


২৬ মে ২০২০ ১৬:২৬

মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়ায় কিশোরীকে অপহরণ করে ৬ দিন আটকে রেখে ধর্ষণের মামলায় মো. শাহাদাত মল্লিক (২১) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে থানা পুলিশ তাকে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে গত সোমবার (২৫ মে) রাতে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত ওই যুবক উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের মৃত হাফিজ মল্লিকের ছেলে।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরীর মামাবাড়ি ও ধর্ষক যুবকের বাড়ি একই গ্রামে। সে সূত্রে ওই কিশোরীর সঙ্গে পরিচয় ও মোবাইল নাম্বার বিনিময় হয় শাহাদাতের। গত ১৯ মে বিকাল ৫টার দিকে ওই কিশোরীর নিজ বাড়ি থেকে ঈদের কেনাকাটা করতে উপজেলার মিরুখালী বাজারে যায়। বাজার এলাকায় পৌঁছালে ওই যুবক ও তার ২ সহযোগী কিশোরীকে জোর করে জেলার ভান্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকার একটি একতলা বিল্ডিংয়ের কক্ষে নিয়ে ৬দিন আটকে রাখে। এসময় তাকে ধর্ষণ করা হয়। পরে গত ২৪ মে বিকালে ওই কিশোরী সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে আসে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, ওই কিশোরীকে অপহরণ করে ৬ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ধর্ষক ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য মঙ্গলবার (২৬ মে) পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

অপহরণ ধর্ষণের মামলা যুবককে গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর