Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় নৌকাডুবি: ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ অনেকে


২৬ মে ২০২০ ১৫:৫০

সিরাজগঞ্জ: জেলার চৌহালী যমুনা নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে যমুনা নদীর স্থলচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় ডুবে যায়।

এ ঘটনায় এক শিশু ও এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

টপ নিউজ নৌকাডুবি মরদেহ উদ্ধার যমুনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর