Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাগুরায় পুলিশ সুপার কার্যালয়ের কর্মী করোনা আক্রান্ত


২৬ মে ২০২০ ১৫:৩২

মাগুরা: জেলায় নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তি মাগুরা পুলিশ সুপার কার্যালয়ের একজন স্টাফ। মঙ্গলবার (২৬ মে) মাগুরা সিভিল সার্জন কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুহম্মদ ইব্রাহিম বলেন, ‘নতুন করোনায় শনাক্ত ব্যক্তিটি মাগুরা পুলিশ সুপার অফিসের একজন স্টাফ। যেহেতু তিনি পুলিশ সুপারকে নানা কাজে সহযোগিগীতা করতেন তাই পুলিশ সুপারেরও করোনা টেস্ট করা হয়। তবে পুলিশ সুপারের করোনার নমুনা নেগেটিভ এসেছে।’

বিজ্ঞাপন

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ নিয়ে মাগুরা জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। এর মধ্যে সদর উপজেলায় ৮ জন, শ্রীপুরে ৬ জন, শালিখায় ৫ জন ও মহম্মদপুর উপজেলায় ১ জন রয়েছেন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ৮ জন।

করোনা রোগী পুলিশ সুপার পুলিশ সুপার কার্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর