Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডা. জাফরুল্লাহ’র রোগমুক্তি কামনা করেছে ঐক্যফ্রন্ট


২৬ মে ২০২০ ১৫:০৫ | আপডেট: ২৬ মে ২০২০ ২০:১৯

ঢাকা: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর রোগমুক্তি কামনা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২৫ মে) ফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু স্বাক্ষরিত বিবৃতিতে তারা রোগমুক্তি কামনা করেন।

বিবৃতি দাতারা হলেন— ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আ স ম আবদুর রব, ড. আবদুল মঈন খান, মাহামুদুর রহমান মান্না, ড. রেজা কিবরিয়া ও অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, ‘নিজের প্রতিষ্ঠান গণস্বাস্থ্য উদ্ভাবিত ‘জি আর কোভিড-১৯ ডট ব্লট’ কিটের পরীক্ষায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা শনাক্ত হয়েছেন। তার শরীরে করোনার লক্ষণ (জ্বর) আছে।’

‘আমরা আশা করি ডা. জাফরুল্লাহ চৌধুরীর অসুস্থতা মৃদু উপসর্গের মধ্য দিয়ে শেষ হবে। কিন্তু এই রোগ কতটা ভয়ংকর হতে পারে সেটা আমরা সারা পৃথিবীতে এবং এই দেশেও দেখছি। তার বয়স এবং অন্যান্য শারীরিক জটিলতা বিবেচনায় নিলে তিনি নিশ্চিতভাবেই খুবই ঝুঁকিপূর্ণ রোগীর হিসাবেই চিহ্নিত হবেন’— বিবৃতিতে বলেন ফ্রন্টের শীর্ষ নেতারা।

তারা বলেন, ‘করোনা রোগীদের চিকিৎসার ক্ষেত্রে নানা রকম অনিয়ম শুরু থেকে দেখা যাচ্ছে যা এখনো চলছে। আমরা আশা করি তার রোগ জটিল হবে না, কিন্তু তেমন পরিস্থিতি হলে যেন এক মুহূর্ত সময়ও নষ্ট না হয় তাকে চিকিৎসা দিতে। সেটা নিশ্চিত করতে তার জন্য দেশের সর্বোচ্চ মানের হাসপাতালে সর্বোচ্চ মানের চিকিৎসা ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধা এবং এখন পর্যন্ত সর্বস্ব দিয়ে দেশের জন্য কাজ করে যাওয়া মানুষটির এইটুকু মনোযোগ রাষ্ট্রের পক্ষ থেকে প্রাপ্য।’

বিজ্ঞাপন

ঐক্যফ্রন্ট নেতারা বলেন, ‘গত বেশ কিছুদিন ধরে করোনা শনাক্তকরণ কিটের জন্য অনেক বেশি কাজ করে তিনি সংক্রমণের ঝুঁকি অনেক বাড়িয়েছেন— এটা নিশ্চিতভাবেই বলা যায়। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হচ্ছে, সরকার পদে পদে বাধা সৃষ্টি করে এখনো কিটটি বাজারে আসতে দেয়নি। দেশে সামাজিকভাবে করোনা ছড়িয়ে পড়ার এই সময়ে সরকারি টেস্টের চরম অপ্রতুলতার মধ্যে এই কিট জনগণকে খুবই সাহায্য করতে পারত। কিটের ব্যাপারে অনতিবিলম্বে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।’

করোনা করোনাভাইরাস রোগমুক্তি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর