সামনে আরও কঠিন সময়, আসুন সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি
২৬ মে ২০২০ ১৪:৪৯
ঢাকা: সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনাভাইরাস সংক্রমণ থেকে ছোট-বড় ধনী-গরিব কেউ রেহাই পাচ্ছেন না। প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা পেতে প্রতিরোধ ব্যবস্থার কোনো বিকল্প নেই। সামনে আরও কঠিন সময়। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি। আগামী কিছুদিন পরিস্থিতি আরও কঠিন হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন।’
মঙ্গলবার (২৬ মে) তিনি তার সরকারি বাসভবনে এক ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অধিকাংশ মানুষের মধ্যে ধৈর্য শৃংখলার ঘাটতি দেখা যাচ্ছে। অনেকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করলেও অনেকেই এসব কানে তুলছেন না। স্বাভাবিক সময়ের মতো ঘোরাফেরা করছেন। হাটে-বাজারে ভিড় সমাগমে অংশ নিচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। এই উদাসীনতা নিজের ও আশপাশের সকলের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনছেন। অবনতি ঘটাচ্ছে পরিস্থিতির। এতে শহর ও গ্রামে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে।’
‘কাজেই আসুন সবাই দয়া করে সচেতন হই। স্বাস্থ্যবিধি সামাজিক দূরত্ব মেনে চলি। কারণ প্রতিকার সমাধান নয়। করোনাভাইরাস থেকে বাঁচতে সুরক্ষা পেতে প্রতিরোধের কোনো বিকল্প নেই।’
আপনার সামান্যতম শৈথিল্য নিজের পরিবার ও আশপাশের ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। ঈদের সময় ও ঈদের প্রাক্কালে শহরে ও গ্রামে মানুষের অবাধ বিচরণ করণ সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনাভাইরাসের শুরু থেকে আজ অবধি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত উদ্যোগ ও কর্মসূচি যখন দেশে বিদেশে প্রশংসিত তখন মির্জা ফখরুল ইসলাম সাহেবরা পুরনো নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। সিয়াম সাধনার পর পবিত্র ঈদের দিনেও মানুষের পাশে না থেকে, মানুষকে সাহস না জুগিয়ে মির্জা ফখরুল ইসলাম সাহেবরা বিষোদগার সমালোচনার মরচে ধরা তীর ছুড়ছেন। যা এসময়ে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত।’
তিনি আরও বলেন, ‘নিজেরা জনগণের পাশে দাঁড়াবেন না, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেবেন না। অথচ মিডিয়ায় সরকারের সমালোচনা করবেন। এটাই কি বিএনপির রাজনীতি? পবিত্র ঈদের দিনও জনগণ তাদের মুখের বিষ থেকে রেহাই পায়নি।’
সরকার একদিকে কারণ আক্রান্তদের চিকিৎসা ও অপরদিকে ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় মনোনিবেশ করেছে এমতাবস্থায় বিএনপি
বিএনপিকে কোনো কর্মসূচিতে বাধা প্রদান মিথ্যাবাদী রাখাল বালকের মতো বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘এবার করোনাভাইরাস ও প্রাকৃতিক দুর্যোগের এটাই প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই জনগণের পাশে থাকে। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। এই সংক্রমণ থেকে ছোট-বড় ধনী-গরিব কেউ রেহাই পাচ্ছেন না।
প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা পেতে প্রতিরোধ ব্যবস্থা তথা সচেনতার কোন বিকল্প নেই। সামনে আরও কঠিন সময়। আসুন, আমরা ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলি। আগামী কিছুদিন পরিস্থিতি আরও কঠিন হবে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। ধৈর্য হারা না হয়ে সাবধানতা অবলম্বনের জন্য আমি আবারো আহ্বান জানাচ্ছি।’
করোনাভাইরাস মোকাবিলায় ফ্রন্টলাইনের যোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা ফ্রন্টলাইনে যুদ্ধ করছেন তারা মনোবল না হারিয়ে সাহসিকতার সঙ্গে লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। আপনারা মনে সাহস রাখুন, ধৈর্য ধরুন। সংকট ও দুর্যোগের সাহসী নেতৃত্ব শেখ হাসিনা ও তার সরকার আপনাদের পাশে রয়েছে। আওয়ামী লীগ আপনাদের পাশে রয়েছে জনগণের সহযোগিতা নিয়ে আমরা অনিশ্চয়তার এই আঁধার কাটিয়ে উঠব ইনশাল্লাহ।‘