Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গলে করোনায় পৌর কাউন্সিলরের মৃত্যু


২৬ মে ২০২০ ১৩:৪২

মৌলভীবাজার: করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন।

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের নিজ বাসায় তার মৃত্যু হয়। শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র এম এ করিম বিষয়টি নিশ্চিত করেছেন ৷

শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘করোনা উপসর্গ থাকায় গত ২৩ মে আমরা উনার নমুনা সংগ্রহ করে সিলেটের ল্যাবে পাঠাই। সেখান থেকে গতকাল রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তার বাসা গতকাল রাতেই আমরা লকডাউন করে রেখেছি। প্রয়োজনে আমরা উনার নিকট আত্নীয়দের নমুনা সংগ্রহ করব।’

শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘যেহেতু মৃত ব্যাক্তি করোনা আক্রান্ত ছিলেন সেহেতু সংক্রমণ বিধি অনুসারে যথাযথ নিয়ম অনুসরণ করে তার জানাজা ও দাফন করা হবে ৷ জানাজা ও দাফন কাজের জন্য আমাদের উপজেলাভিত্তিক আলাদা একটি টিম রয়েছে। সেই টিমের সদস্যরাই উনার জানাজা ও দাফনের ব্যবস্থা করবেন।’

এদিকে সোমবার (২৫ মে) পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১২জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। বাকি দশজনের মধ্যে মঙ্গলবার একজন মারা গেলেন। এছাড়া নয়জন এখনও হোম আইসোলেশনে আছেন।

টপ নিউজ পৌর কাউন্সিলর মৃত্যু মৌলভীবাজার শ্রীমঙ্গল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর