সাবেক প্রতিমন্ত্রী নূরুল ইসলাম মঞ্জুর মৃত্যু
২৬ মে ২০২০ ১৩:৪৬
মঠবাড়িয়া (পিরোজপুর): সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরুল ইসলাম মঞ্জু (৮৪) মৃতুবরণ করেছেন। তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে ৯নং সেক্টরের বেসামরিক প্রধান ছিলেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন। তিনি জানান, নূরুল ইসলাম মঞ্জু সোমবার (২৫ মে) রাত পৌনে ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন।
নূরুল ইসলাম মঞ্জু বঙ্গবন্ধুর সময়ে বরিশাল থেকে ও পরে পিরোজপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রেল ও যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৬২ সাল থেকে ’৭৫ সাল পর্যন্ত বৃহত্তর বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। পরে জিয়াউর রহমানের সময় তিনি বিএনপিতে যোগদান করেন। মৃত্যু পর্যন্ত তিনি জেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক আলমগীর হোসেনসহ জেলা বিএনপি ও অংগ সংগঠন।