Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেপুটি স্পিকারের স্ত্রী আনোয়ার বেগম মারা গেছেন


২৬ মে ২০২০ ১২:৫৮ | আপডেট: ২৬ মে ২০২০ ১৩:০৩

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম আর নেই। মঙ্গলবার (২৬ মে) সকাল ১০ টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ‍মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

ডেপুটি স্পিকারের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বপন কুমার বিশ্বাস জানান, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। গত কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। ঈদের দিন ডেপুটি স্পিকার তার স্ত্রীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

তিনি আরও জানান, সিএমএইচ থেকে আনোয়ারা বেগমের মৃতদেহ নিয়ে যাওয়া হবে ডেপুটি স্পিকারের নিজ বাড়ি গাইবান্ধার সাঘাটায়। সেখানেই তাকে দাফন করা হবে।

আনোয়ারা বেগম ডেপুটি স্পিকার স্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর