Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশবাসীকে ঘরে থাকার আহ্বান খালেদা জিয়ার’


২৫ মে ২০২০ ২৩:৪২

ফাইল ছবি

ঢাকা: করোনা মহামারি প্রতিরোধে দেশবাসীকে ঘরে থাকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (২৫ মে) রাতে গুলশানের বাসা ‘ফিরোজায়’ দলের স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে গেলে তাদের মাধ্যমে দেশবাসীকে এ আহ্বান জানান তিনি। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে এ বার্তা পৌঁছে দেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মহাসংকট করোনাভাইরাস মহামারিতে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি ম্যাডাম আহবান জানিয়েছেন। দেশবাসীর প্রতিও তিনি আহবান জানিয়েছেন যে, বাড়িতে থাকুন, একটু কষ্ট করুন। বাড়িতে থেকেই এই সংক্রামণকে প্রতিরোধ করতে হবে, একথা তিনি বার বার বলেছেন। তিনি আহবান জানিয়েছেন, জনগণ যেন ঘরে থাকে এবং এই মহামারিকে প্রতিরোধ করবার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সমস্ত বিধান দিয়ে তা যেন মেনে চলে।’

‘সেইসঙ্গে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন যে, এত প্রতিকূল অবস্থার মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন। তিনি বার বার বলেছেন, সাহস না হারিয়ে দাঁড়াতে হবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘এই চরম একটা সংকটের সময় যখন সামাজিক দূরত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মধ্যেও খালেদা জিয়া আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা পুরোপুরি নিরাপদ দূরত্ব বজায় রেখে, আমাদের নেত্রীকে নিরাপদ রাখার জন্য সবাই স্পেশাল পিপিই পরে, হাতে গ্লাভস নিয়ে তার সঙ্গে দেখা করেছি।’

বিজ্ঞাপন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘শারীরিক অবস্থা ইম্প্রুভ হয়নি। আগের থেকে মানসিক অবস্থাটা অনেক ভালো হয়েছে, শারীরিক অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি।’

সামাজিক দূরত্ব বজায় রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু দলীয় প্রধানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য সাময়িক মুক্তি পাওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের এটিই প্রথম সাক্ষাৎ।

খালেদা জিয়া ঘরে থাকার আহ্বান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর