Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্র ‘নয়া স্নায়ুযুদ্ধ’ উসকে দিচ্ছে: চীন


২৫ মে ২০২০ ১৩:০৭ | আপডেট: ২৫ মে ২০২০ ১৩:০৯

নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ইস্যুতে চীনের ব্যাপারে ক্রমাগত মিথ্যাচার ও চক্রান্ত করার মাধ্যমে ‘নয়া স্নায়ুযুদ্ধ’ উসকে দিচ্ছে যুক্তরাষ্ট্র – এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। রোববার (২৪ মে) পার্লামেন্ট অধিবেশন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন। খবর বিবিসি।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিভিন্ন সময়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণের ব্যাপারে চীনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, চীন সময়মতো করোনাভাইরাসের ব্যাপারে বিশ্ববাসীকে না জানানোর কারণে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

এদিকে চীনের পার্লামেন্টের ওই সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের একটি রাজনৈতিক মহল চীনকে বিশ্ব দরবারে অপদস্থ করতে ‘রাজনৈতিক ভাইরাস’ ছড়াচ্ছে। ওই রাজনৈতিক অপশক্তি যুক্তরাষ্ট্রকে জিম্মি করে ফেলছে। যে কারণে দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ অপরিহার্য হয়ে উঠছে।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় পৃথিবীর সকল দেশ হিমশিম খাচ্ছে। জনস্বাস্থ্য সংশ্লিষ্ট এরকম একটি ব্যাপারে তথ্য গোপন করার প্রশ্নই আসে না। তারপরও নিন্দুকদের মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে যদি কোনো আন্তর্জাতিক তদন্ত হয়, তাতে শতভাগ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে চীন।

অন্যদিকে, চীনের অধীনে সায়ত্ত্বশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংকে চীনের জাতীয় নিরাপত্তা আইনের অধীনে নিয়ে আসার চলমান প্রক্রিয়ায় কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে যদি এমন ঘটনা ঘটে তবে চীনের ব্যাপারে অবরোধ আরোপে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য এবং মানবাধিকারের মতো বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরেই সংঘাত চলে আসছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে দু’দেশের মধ্যে উত্তেজনা নাটকীয়ভাবে আরও বেড়েছে।

আরও পড়ুন –

চীনের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আসছে হংকং

মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যার ভান্ডার: চীন

নভেল করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে চীন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের

চীন টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাস মাইক পম্পেও যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর