চট্টগ্রামে ঈদ জামাতে করোনা থেকে মুক্তির ফরিয়াদ
২৫ মে ২০২০ ১১:৫০ | আপডেট: ২৫ মে ২০২০ ১৫:১০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে মসজিদে-মসজিদে ঈদুল ফিতরের নামাজে করোনাভাইরাসের সংক্রমণে সৃষ্ট মহামারি থেকে মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ উঠে এসেছে ইমাম-মুসল্লিদের কণ্ঠে। আল্লাহর কাছে দোয়া চেয়ে এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
সরকারি নির্দেশনা মেনে এবার চট্টগ্রাম নগরীতে খোলা ময়দানে ঈদের জামাতের আয়োজন করা হয়নি। শুধুমাত্র মসজিদে সীমিত আকারে ঈদ জামাত হয়েছে। প্রধান প্রধান মসজিদগুলোতে নিরাপদ শারীরিক দূরত্ব রেখে মুসল্লিরা অংশ নিয়েছেন নামাজে।
সোমবার (২৫ মে) সকাল ৮টায় চট্টগ্রাম নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন। প্রতিবছর ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় এই মসজিদে। শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী-শিল্পপতিরা এই জামাতে অংশ নিয়ে নামাজ পড়েন। তবে এবার ব্যতিক্রম দেখা গেছে। আশপাশের এলাকা থেকে আসা সাধারণ মুসল্লিরাই এই মসজিদে নামাজ আদায় করেছেন।
প্রথম দফা নামাজ শেষে খুতবায় খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন বাংলাদেশকে করোনার দুর্যোগ থেকে মুক্তি দিতে মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তিনি বলেন, ‘যারা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, ফরিয়াদ জানাই তাদের আপনি জান্নাতে স্থান দিন। যারা আক্রান্ত হয়ে হসপিটালে, কোয়ারেনটাইনে, আইসোলেশনে আছেন, তাদের নিরাময়ের ব্যবস্থা করে দিন। যারা দেশের জনগণের সেবা করে যাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশ-র্যাব, সেনাবাহিনীর ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা সবার ওপর আপনি রহমত নাজিল করুন।’
কান্নাজড়িত কণ্ঠে খতিব বলেন, ‘আমার মেয়েও একজন ডাক্তার। ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়ে যাচ্ছে। আমি আমার মেয়ের জীবন রক্ষার জন্য সকল মুসল্লিদের কাছে দোয়া চাইছি। মহান আল্লাহর কাছে দোয়া কবুল করার ফরিয়াদ জানাচ্ছি। এই করোনার দুর্যোগের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ভাইবোনেরা যে পরিশ্রম দিয়ে যাচ্ছেন, তাদের সেবাকে যেন কবুল করে নেন।’
তিনি বলেন, ‘যেসব ভাইবোনেরা ঘরের মধ্যে অবস্থান করছেন, বয়স্ক, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, তাদের করোনা ভাইরাস থেকে রক্ষা করুন। তাদের সুস্থতা ভিক্ষা চাইছি। আল্লাহ, এই করোনার দুর্যোগ থেকে আপনি আমাদের দেশকে মুক্ত করে দেন। যারা ত্রাণ আত্মসাত করছে, তাদের মনে গরীবের জন্য মায়া, দরদ, সহানুভূতি জাগিয়ে তুলুন।’
জমিয়াতুল ফালাহ মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় দফা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম আহমেদুল হক।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে জানিয়েছেন, চট্টগ্রাম নগরীতে প্রায় ২৫০ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক মসজিদে পুলিশ মোতায়েন ছিল।