কিশোরগঞ্জে ঈদ জামাত অনুষ্ঠিত, শূন্য শোলাকিয়া
২৫ মে ২০২০ ০৯:৪৩ | আপডেট: ২৫ মে ২০২০ ০৯:৪৯
কিশোরগঞ্জ: করোনার কারণে এ বছর সম্পূর্ণ ভিন্ন আবহে কিশোরগঞ্জে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সরকারের সিদ্ধান্তের কারণে প্রায় দুইশত বছরের প্রাচীন দেশের সবচেয়ে বড় ঈদগাহ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এ বছর জামাত অনুষ্ঠিত হয়নি।
সোমবার (২৫ মে) জেলা শহরে ঐতিহাসিক শহীদী মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৮টা, ৯টা ও ১০টায় মসজিদে অনুষ্ঠিত তিনটি জামাতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিপুল সংখ্যক মুসুল্লি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণ করেন।
জেলা শহরের প্রাচীন ও বিখ্যাত পাগলা মসজিদে অনুষ্ঠিত তিনটি ঈদ জামাতেও বিপুল সংখ্যক মুসুল্লি অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার সকল মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।