বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
২৫ মে ২০২০ ০৮:১২ | আপডেট: ২৫ মে ২০২০ ১১:৫২
ঢাকা: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৭ টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই মুসল্লি নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে প্রবেশ করেন। এরপর সরকারি নির্দেশনা ও শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করা হয়।
সকাল ৭টার প্রথম জামাতে নামাজ পড়ান বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। এ সময় মুয়াজ্জিম হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুল মুকাররমের মুয়াজ্জিন হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।
অন্যদিকে, সকাল ১১টার পঞ্চম এবং শেষ জামাতে নামাজ পড়াবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান। এ সময় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবেন বায়তুল মুকাররমের খাদেম হাফেজ মো. আমির হোসেন।
এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস সংক্রমণ রোধে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের কোনো জামাত অনুষ্ঠিত হবে না।