বিকল গাড়ি ঠেলতে গিয়ে চলন্ত প্রাইভেটকারের ধাক্কায় ৩ জনের মৃত্যু
২৫ মে ২০২০ ০১:২১ | আপডেট: ২৫ মে ২০২০ ১১:৪৩
ঢাকা: রাজধানীর কল্যাণপুর একটি প্রাইভেটকারের ধাক্কায় আরেকটি বিকল প্রাইভেটকার ঠেলতে থাকা তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
রোববার (২৪ মে) রাত সাড়ে নয়টার দিকে কল্যাণপুরের খালেক পাম্পের সামনে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মোফাজ্জল হোসেন জানান, রাতে সাড়ে নয়টার দিকে একটি প্রাইভেটকার বিকল হলে চালকসহ কয়েকজন ঠেলে নিয়ে যাচ্ছিল। এ সময় তারা কল্যাণপুরের খালেক পাম্পের সামনে এলে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেকজন। দুর্ঘটনায় ছয় থেকে সাতজন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই জানান, নিহতদের বিস্তারিত নাম ঠিকানা জানা যায়নি। তাদের তিনজনের বয়স হবে আনুমানিক ২০, ১৫, ৩৫ বছর। নিহতদের মধ্যে একজন বিকল প্রাইভেটকারের চালক বলে জানা গেছে।