Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আ. লীগের সাবেক এমপি হাজি মকবুল হোসেনের মৃত্যু


২৪ মে ২০২০ ২৩:৫৭ | আপডেট: ২৫ মে ২০২০ ০৯:৪৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজি মকবুল হোসেনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৪ মে) রাত ৯টার দিকে তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান জানিয়েছেন।

১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব মকবুল হোসেন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন।

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়া  তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

করোনাভাইরাস মৃত্যু হয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর