একইদিনে এমপি নিজাম উদ্দিন হাজারীর মা ও ভাইয়ের মৃত্যু
২৪ মে ২০২০ ২০:৩৫ | আপডেট: ২৪ মে ২০২০ ২০:৩৭
ফেনী: ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ বেগম ও বড় ভাই জসিম উদ্দিন হাজারীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল ও দুপুরে পৃথক এই মৃত্যুর ঘটনা ঘটে।
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
তিনি জানান, বড় ছেলে জসিম উদ্দিন হাজারীর মৃত্যুর শোক সইতে না পেরে মা দেল আফরোজ বেগম ইন্তেকাল করেছেন। রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির বড় মেয়ের বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেল আফরোজ বেগম। তার বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্র জানায়, রোববার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন জসিম উদ্দিন হাজারী। বুকে ব্যথা অনুভব করলে শনিবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।
মা-ছেলের মৃত্যুর খবরে জেলা শহরের মাস্টারপাড়ায় লমি হাজারির বাড়িতে শোকের ছায়া নেমে আসে।