চট্টগ্রামে করোনায় মারা গেল আরেকজন, মৃতের সংখ্যা বেড়ে ৫৩
২৪ মে ২০২০ ১৭:১৫ | আপডেট: ২৪ মে ২০২০ ১৭:৩১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৫৩ জন মারা গেলো।
শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার দিকে ৫৮ বছর বয়সী ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব।
তিনি সারাাবংলাকে জানান, মৃত রোগীর বাসা নগরীর খুলশীতে। গত ১৯ মে তিনি হাসপাতালে ভর্তি হন। তার শ্বাসকষ্ট ছিল।