Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন শনাক্ত ১৫৩২, মৃত্যু আরও ২৮ জনের


২৪ মে ২০২০ ১৪:৫২ | আপডেট: ২৪ মে ২০২০ ২০:১৭

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ হাজার ৫৩২ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড ১৯) উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ২৮ জন। ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নতুন শনাক্ত ১৫৩২ জনসহ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৩৭ জন। এ ছাড়া করোনাভাইরাসের মারা যাওয়া মোট রোগীর সংখ্যা ৪৮০ জন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ৯ হাজার ১৮৪টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৯০৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩টি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৪১৫ জন। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০১ জন।

অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন ২৫৩ জন। একই সময়ে আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯৪ জন।

করোনা বুলেটিন করোনাভাইরাস ডা. নাসিমা সুলতানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর