Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা জয় করে সুস্থ এমপি শহীদুজ্জামান


২৪ মে ২০২০ ০০:০৭

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার সুস্থ হয়ে উঠেছেন। বাসায় আইসোলেশনে থাকা নওগাঁ-২ আসনের এই সংসদ সদস্যের পরপর দুটি পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

শনিবার (২৩ মে) এই তথ্য নিশ্চিত করেছেন একাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকারের একান্ত সচিব মো. নুরুল আবছার।

মো. নুরুল আবছার বলেন, ‘২০ মে স্যারের তৃতীয় নমুনা নেওয়া হয়। আজ ফলাফল নেগেটিভ এসেছে। এর আগে ১৬ মে উনার দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলাফলেও নেগেটিভ আসে। তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।’

এর আগে ৩০ এপ্রিল উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা পরীক্ষা করা হয়। ১ মে তার কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।

এমপি করোনা শহীদুজ্জামান সুস্থ

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর