করোনায় ঢাকা উত্তরের ওয়ার্ড আ.লীগ সভাপতির মৃত্যু
২৩ মে ২০২০ ২২:৪৫ | আপডেট: ২৩ মে ২০২০ ২২:৫৮
ঢাকা: ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস তপন (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (২৩ মে) রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দফতর সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দফতর সেল থেকে জানানো হয়, রুহুল কুদ্দুস তপন করোনার উপসর্গ নিয়ে রিজেন্ট হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষার পর তার শরীরে করোনা পজিটিভ আসে।
এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি আওয়ামী লীগ নেতা রুহুল কুদ্দুস তপনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবাণীতে এই দুই নেতা তপনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।