রোববার জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর
২৩ মে ২০২০ ২২:০৪
ঢাকা: মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভাষণ দেবেন তিনি।
শনিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর প্রেসউইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ বেসরকারি টিভি চ্যানেল এবং বেতারগুলোও সম্প্রচার করবে।
ধারণা করা হচ্ছে, ভাষণে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে ঘরে বসেই ঈদ উদযাপনের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে সবাইকে ফের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে করোনাভাইরাস মোকাবিলার নির্দেশনাও দেবেন তিনি।
এর আগে করোনা পরিস্থিতির কারণে পহেলা বৈশাখের সব আয়োজন ঘরে বসে উদযাপন করার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। ডিজিটাল উপায়ে সব অনুষ্ঠান আয়োজন করে তা প্রচারের কথা বলেছিলেন তিনি।
এদিকে আজ শনিবার বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে আগামীকাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে এবং সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।