Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুগদা মেডিকেলের অধ্যক্ষসহ ৩ জনকে বদলি, চিকিৎসকদের মাঝে ক্ষোভ


২৩ মে ২০২০ ২১:৩৫ | আপডেট: ২৪ মে ২০২০ ০০:৫৯

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) জন্য বিশেষায়িত মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষসহ তিন চিকিৎসককে বদলি করা হয়েছে। এ নিয়ে চিকিৎসকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ মে) সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেন মুগদা হাসপাতালের আরেকজন চিকিৎসক। নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক বলেন, ‘অনেক সমস্যা পার করে যখন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাব্যবস্থা আমরা একটা মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তখন এমন বদলির আদেশ দুর্ভাগ্যজনক।’

বিজ্ঞাপন

বদলি হওয়া চিকিৎসকদের মধ্যে মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহ গোলাম নবী তুহিনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে এবং নাক, কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটুকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। এছাড়া কোভিড-১৯ চিকিৎসার ফোকাল পারসন সার্জারির সহযোগী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান কচিকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। আর চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোত্তালিব হোসেনকে ওএসডি করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আমিনুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তবে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘এ বদলির সম্পূর্ণ কারণ আমাদের জানা নেই। মন্ত্রণালয় থেকে এই বদলি করা হয়েছে।’

এ বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও ফোন ধরেননি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাবিবুর রহমান সারাবাংলাকে বলেন, ‘প্রশাসনিক কারণে উনাদের বদলি করা হয়েছে। বিস্তারিত আমরা আরও পরে জানাতে পারব।’

বিজ্ঞাপন

টপ নিউজ তিন চিকিৎসক বদলি মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর