Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে দরিদ্রদের মাঝে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঈদ উপহার


২৩ মে ২০২০ ২০:০৩

পঞ্চগড়: করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের কাছে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে পঞ্চগড় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

শনিবার (২৩ মে) পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে সদর উপজেলার কর্মহীন, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

এ বিষয়ে মো. আশরাফুল ইসলাম বলেন, ‘করোনাভাইরাস (কোভিড-১৯)-এর কারণে সৃষ্ট লকডাউনে যে মানবিক  বিপর্যয় সৃষ্টি হয়েছে তার প্রতি সাড়া দিয়ে পঞ্চগড় জেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে কর্মহীন, অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।’

ঈদ উপহার হিসেবে চাল, আলু, সেমাই, চিনি ও গুঁড়াদুধ বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষীকা আসমাতুন নেসা ও উপজেলা প্রশিক্ষক হাসিবুল ইসলাম।

 

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঈদ উপহার পঞ্চগড় পঞ্চগড় জেলা কমান্ড্যান্ট মো. আশরাফুল ইসলাম