Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে ৫০০০ পরিবারের মাঝে ইউএস-বাংলা গ্রুপের ঈদ উপহারসামগ্রী


২৩ মে ২০২০ ১৯:১৮

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া, দিগুলিয়া, কালাদী, খালপাড়, কেন্দুয়া, বিরাব, তারৈলসহ বিভিন্ন ওয়ার্ড ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে ইউএস-বাংলা গ্রুপের পক্ষ থেকে পাঁচ সহস্রাধিক গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, এ অঞ্চলের অস্বচ্ছল ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়ায় এই উপহারসামগ্রী দেওয়া হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, সেমাই, চিনি ও অন্যান্য খাদ্যসামগ্রী।

এসব উপহারসামগ্রী বিতরণ করেন ইউএস-বাংলা গ্রুপের পক্ষে ইউএস-বাংলা এসেটস এর জেনারেল ম্যানেজার তানজির রহমান তানভীর। এছাড়া কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা এসময় উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রী বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেন রূপগঞ্জে অবস্থিত গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউএস-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

ইউএস-বাংলা ত্রাণ বিতরণ রূপগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর