Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা মোকাবিলায় পথ হারিয়েছে বাংলাদেশ’


২৩ মে ২০২০ ১৮:২০ | আপডেট: ২৩ মে ২০২০ ১৮:২২

ঢাকা: করোনা মোকাবিলায় বাংলাদেশ পথ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৩ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “করোনা মোকাবিলা করতে গিয়ে মনে হয় পথ হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রতিটি ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তহীনতা স্পষ্ট হয়ে উঠেছে। সরকার নিজেরা পরিস্থিতি সামাল দিতে পারছে না, অপরদিকে কেউ সহযোগিতা করতে চাইলে তারা সেটি গ্রহণ করছে না। সবকিছুতেই ‘আমিত্ব’ জাহির করতে গিয়ে জনগণকে অসহায় করে ফেলা হয়েছে।”

তিনি বলেন, ‘প্রতিটি দেশ করোনাভাইরাসে আক্রান্ত। করোনাভাইরাসের চিকিৎসায় এখন পর্যন্ত বিশ্ব স্বীকৃত কোনো মেডিসিন আবিষ্কার হয়নি। এই অবস্থায় সবদেশই করোনাভাইরাস মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থাকেই অগ্রাধিকার দিচ্ছে। প্রতিদিন বেশিসংখ্যক মানুষকে টেস্টের আওতায় এনে আক্রান্তদের আগেভাগেই আইসোলেশনে নেওয়া কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকেই অন্যতম সাফল্য বলে মনে করা হচ্ছে। ’

‘অথচ বাংলাদেশে ঠিক উল্টো চিত্র। দেশের মানুষ নিজ উদ্যোগে করোনাভাইরাস পরীক্ষা ও চিকিৎসা করাতে গিয়েও নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন। অনেকেই বলছেন, বেশি সংখ্যক মানুষকে টেস্ট করলে বেশি রোগী শনাক্ত হওয়ার ভয়ে অধিক সংখ্যক মানুষকে টেস্টের আওতায় আনা হচ্ছে না’— বলেন রুহুল কবির রিজভী।

করোনা মোকাবিলা পথ হারিয়েছে বাংলাদেশ রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর