Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই’


২৩ মে ২০২০ ১৭:৪৪

ফাইল ছবি

ঢাকা: ঈদকে ঘিরে ঘরে ফেরা মানুষের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঈদের আনন্দ যেন বিষাদ সিন্ধুতে পরিণত না হয়। যারা পুলিশকে ফাঁকি দিয়ে স্থানান্তর হচ্ছে নানান কৌশলে, তাদের মনে রাখা উচিত পুলিশকে ফাঁকি দিলেও করোনার সংক্রমণ ও মৃত্যুকে ফাঁকি দেওয়ার সুযোগ নেই।’

শনিবার (২৩ মে) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ‘ঈদে করোনা সংক্রমণ ও মৃত্যু যেন নতুন ট্রাজেডি বয়ে নিয়ে না আসে, সে কথা মাথায় রেখেই ঈদ উদযাপন করতে হবে।’

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘করোনাপরবর্তী জীবন এমন থাকবে না। নতুন পৃথিবীতে নতুন পরিস্থিতির সাথে তাল মিলিয়েই চলতে হবে, বাঁচতে হবে। বেঁচে থাকার প্রয়োজনে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। জাতি হিসেবে বিশৃঙ্খল বিবেক করোনা সংক্রমণকে সর্বগ্রাসী ও বিধ্বংসী করে তুলতে পারে।’

করোনা মোকাবিলায় ভিয়েতনাম, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়া যা পারছে আমরা কেন পারব না প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, ‘জীবন ও জীবিকার প্রয়োজনে প্রতিযোগিতামূলক বিশ্বে এগিয়ে যেতে হলে ভারসামূল্যক পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। দুর্যোগের অমানিশায় মানবতার বাতিঘর শেখ হাসিনা আপনাদের সাথে রয়েছে, সাহস ও মনোবল নিয়ে করোনা মোকাবিলা করতে হবে।’

‘করোনার এই সংকটকালে দেশের উন্নয়ন কার্যক্রম বন্ধ রয়েছে’, গণমাধ্যমে এমন প্রতিবেদনের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মাসেতুসহ দেশের অন্যান্য মেগা প্রকল্পের কাজ চলমান আছে।’ ঈদের পর প্রকল্পের কাজ আরও গতি পাবে বলেও জানান তিনি।

করোনাভাইরাস করোনার সংক্রমণ পুলিশকে ফাঁকি

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর