করোনায় মারা গেলেন আরও ১ পুলিশ সদস্য, মোট মৃত্যু ১২
২৩ মে ২০২০ ১৬:০৬
ঢাকা: চলমান পরিস্থিতিতে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেলেন মো. মোশাররফ হোসেন শেখ (৫৬) নামে পুলিশের আরেক সদস্য। তিনি রাজশাহী আরআরএফ-এ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ নিয়ে করোনায় এ পর্যন্ত ১২ পুলিশের মৃত্যু হলো।
শুক্রবার (২২ মে) রাত ১১ টার দিকে রাজশাহীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।
মোশাররফ হোসেনের বাড়ি পাবনা জেলার সুজানগর থানার নূরউদ্দিনপুর গ্রামে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
সোহেল রানা জানান, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মোশাররফ হোসেনের গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
তিনি জানান, করোনায় সংক্রামিত হয়ে পুলিশে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে পুলিশের সাড়ে ৩ হাজার সদস্য।
এদিকে মোশাররফ হোসেন শেখের মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।