Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করাচির বিমান দুর্ঘটনায় ৯৭ মৃত্যু, জীবিত উদ্ধার ২


২৩ মে ২০২০ ১৫:৪৩

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচিতে শুক্রবারের বিমান দুর্ঘটনায় অন্তত ৯৭ জনের মৃত্যু হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে ২ জনকে। স্থানীয় স্বাস্থ্য বিভাগের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এর আগে, শুক্রবার (২২ মে) পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি বিমান করাচি বিমান বন্দরে অবতরণের চেষ্টাকালে এয়ারপোর্ট সংলগ্ন আবাসিক এলাকার ওপর ভেঙ্গে পড়ে।

পরে অনেক রাত অবধি বিমান দুর্ঘটনায় পতিতদের উদ্ধারে অভিযান চলে।

এ ব্যাপারে সিন্ধু প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের, দুর্ঘটনাস্থল থেকে বিমানটির সকল আরোহী ও ক্রুদের মধ্যে দুইজনকে জীবিত এবং বাকি দের মৃতদেহ উদ্ধার করা হয়েছ। এদের মধ্যে ১৯ জনের মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে।

এদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী এএফপি’কে জানিয়েছেন, তারা বিধ্বস্ত এলাকা থেকে অনেকগুলো লাশ উদ্ধার করতে দেখেছে। শনিবার (২৩ মে) সকালেও এলাকাটি ঘিরে রেখেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অন্যদিকে পিআইএ বলেছে, বিমানটি লাহোর থেকে করাচি যাচ্ছিলো। এটি অবতরণের ঠিক আগে বেলা দুইটা ৩০ মিনিটের দিকে বিধ্বস্ত হয়। রমজান শেষে ঈদুল ফিতরের উৎসবের প্রাক্কালে নিজ নিজ এলাকায় ফেরার মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হলেন পাকিস্তানের প্রায় ১০০ নাগরিক।

টপ নিউজ পাকিস্তান বিমান দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর