২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৮৭৩, মারা গেছেন আরও ২০ জন
২৩ মে ২০২০ ১৪:৪৮ | আপডেট: ২৩ মে ২০২০ ১৫:৫১
ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত ১৮৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত আরও ২০ জন রোগী।
এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৭৮ জন। এ ছাড়া আক্রান্ত হয়ে মোট মৃত্যু হলো ৪৫২ জনের।
করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে শনিবার (২৩ মে) এ সব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৫ জন হাসপাতালে মারা গেছেন। চারজন মারা গেছেন বাড়িতে এবং একজন হাসপাতালে মৃত অবস্থায় আসেন।
ডা. নাসিমা সুলতানা জানান, মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং চারজন নারী।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯৭৭টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৩৪টি।
বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন ২৮৬ জন। একই সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৪১ জন।