Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: ফ্রান্সে ধর্মীয় জমায়েতের নিষেধাজ্ঞা প্রত্যাহার


২৩ মে ২০২০ ১৩:১৯ | আপডেট: ২৩ মে ২০২০ ১৬:১০

ফ্রান্সে নভেল করোনাভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে আরোপিত লকডাউনের মধ্যে ধর্মীয় জমায়েতের ব্যাপারে দুই মাসের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে শনিবার (২৩ মে) এ খবর জানিয়েছে আল জাজিরা।

তবে ধর্মীয় জমায়েতের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও, ওই জমায়েতগুলোতে অংশ নিতে হলে নাগরিকদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহার করতে হবে – বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ধর্মীয় জমায়েতের ব্যাপারে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার বিষয়টি অচিরেই ডিক্রি আকারে প্রকাশিত হবে। ধর্মীয় জমায়েতে উপস্থিত হলে নাগরিকদের বাধ্যতামূলকভাবে শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। বারবার হাত ধোয়াসহ করোনা সংক্রমণ এড়াতে সর্বাত্মক প্রস্তুতি রাখতে বলা হয়েছে ফ্রান্সের অধিবাসীদের।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশ থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ শনিবার (২৩ মে) পর্যন্ত পৃথিবীতে ৫৩ লাখ সাত হাজার ২২ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে তিন লাখ ৪০ হাজার ৭২ জনের। চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ২১ লাখ ৬০ হাজার ৫৩০ জন।

করোনা: লাইভ আপডেট

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস ফ্রান্স লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর