করোনাভাইরাস: ব্রাজিলে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে
২৩ মে ২০২০ ১১:০১ | আপডেট: ২৩ মে ২০২০ ১৩:৩০
নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা লাগামহীনভাবে বেড়ে চলছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। শনিবার (২৩ মে) দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। সূত্র – ওয়ার্ল্ডোমিটার।
এদিকে এই প্রতিবেদন লেখা অবধি ব্রাজিলে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন লাখ ৩২ হাজার ৩৮২ জনে। আক্রান্তের সংখ্যায় অন্যসব দেশকে পেছনে ফেলে দ্বিতীয়স্থানে উঠে এসেছে ব্রাজিল। ১৬ লাখ ৪৫ হাজার ৯৪ জন করোনা আক্রান্ত নিয়ে ব্রাজিলের ওপরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র। দেশটির স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, টেস্টের সংখ্যা ১৫ গুন বাড়ানোর কারণে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এর আগে, করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয়স্থানে ছিল রাশিয়া। কিন্তু, ব্রাজিলে সাম্প্রতিক গণসংক্রমণ বেড়ে যাওয়ায় তিন লাখ ২৬ হাজার ৪৪৮ জন করোনা আক্রান্ত নিয়ে রাশিয়া চলে গেছে তালিকার তৃতীয়স্থানে।
এদিকে ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের তথ্যানুসারে জানা যায়, ২৪ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৯২ জন। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে ব্রাজিলে ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটি করোনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১১৬ তে।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে পৃথিবীতে মোট আক্রান্ত হয়েছেন ৫৩ লাখ ছয় হাজার ১৫৫ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ৪০ হাজার ৪০ জনের। এছাড়াও চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ২১ লাখ ৬০ হাজার ৩৯ জন।