সৌদি আরবে ঈদ রোববার
২৩ মে ২০২০ ০০:৪৫ | আপডেট: ২৩ মে ২০২০ ০০:৫০
রোববারে (২৪ মে) সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপিত হবে। শুক্রবার রাতে সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর অর্থ হলো শনিবার রমজান মাসের শেষ দিন এবং রোববার ঈদুল ফিতর। খবর আরব নিউজ, সৌদি গেজেট।
এছাড়া আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।
করোনাভাইরাস মহামারীর এ সময়ে ঈদে ঘরে থাকতে হবে বলে আগেই ঘোষণা দিয়েছি সৌদি কর্তৃপক্ষ। ২৩ থেকে ২৭ মে ঈদুল ফিতরের ছুটির পাঁচ দিন সৌদি আরবে পুরোপুরি লকডাউন পরিস্থিতি বিরাজ করবে। লকডাউন বাস্তবায়ন করতে এসময় কারফিউ জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এবারের ঈদে মসজিদে যেতে পারবেন না সৌদি নাগরিকরা।