Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৌরসভা কর্মীদের বেতন-ভাতা পরিশোধে ২৫ কোটি টাকা বরাদ্দ


২২ মে ২০২০ ২১:৫৭ | আপডেট: ২২ মে ২০২০ ২১:৫৯

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে পাওয়া ২৫ কোটি টাকা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য বরাদ্দ দিয়ে স্থানীয় সরকার বিভাগ আদেশ জারি করেছে।

শুক্রবার (২২ মে) স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে বিভিন্ন শ্রেণির ৩২৭টি পৌরসভার অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে।

কোভিট-১৯ পরিস্থিতির কারণে দেশের পৌরসভার নিয়মিত রাজস্ব আয় কমে যাওয়ায় প্রধানমন্ত্রী সদয় হয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ২৫ কোটি টাকার অনুদান মঞ্জুর করেন।

এর আগে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ প্রধানমন্ত্রীর নিকট এ বিষয়টি তুলে ধরেন। এর প্রেক্ষিতে এ অনুদান মঞ্জুর করা হয়।

২৫ কোটি টাকা ত্রাণ তহবিল পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর