পাকিস্তানে আবাসিক এলাকায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
২২ মে ২০২০ ১৯:০৯ | আপডেট: ২২ মে ২০২০ ২১:৪২
পাকিস্তানের করাচিতে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান এয়ারলাইন্সের জেট বিমানটিতে ক্রুসহ ৯৯ জন যাত্রী ছিলেন। খবর বিবিসি।
পাকিস্তানের বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট পিকে৮৩০৩ লাহোর থেকে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে। অবতরনের আগে সেটি করাচির মডেল কলোনি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়ে গেছে। দুর্ঘটনাস্থলে জরুরি উদ্ধার তৎপরতা চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি। তবে বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
পিআইএ’র এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় আড়াইটার দিকে এয়ারবাসের এ৩২০ মডেলের জেট বিমানটির উড়ন্ত অবস্থায় কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ উজির খান বিবিসিকে জানান, ‘ভয়ানক শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি চারটি বাড়ি পুরোপুরী বিধ্বস্ত হয়ে গেছে। তাদের সবাই আমার প্রতিবেশী। জানিনা তাদের ভাগ্যে কী ঘটেছে। সেখানে আগুন জ্বলছে ও ধোঁয়া উড়ছে।’
সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করাচির সকল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
PIA Airbus A320 from Lahore was about to land in Karachi when it crashed at the Model Colony in Malir Cant Karachi.😢#planecrash pic.twitter.com/tYoxURCT3g
— Murtaza Mubejo (@MurtazaPPP) May 22, 2020
মহামারী করোনাভাইরাসে লকডাউন পরিস্থিতে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ ছিলো পাকিস্তানে। যাত্রীবাহী বিমান ফের চলাচলের অনুমতি দেওয়ার মধ্যেই এ দুর্ঘটনাটি ঘটলো।