Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা উপসর্গ নিয়ে বগুড়ার সাবেক এমপি পুতুলের মৃত্যু


২২ মে ২০২০ ১৩:৫৯ | আপডেট: ২২ মে ২০২০ ১৪:১২

বগুড়া: সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল মারা গেছেন। মৃত্যুর আগে কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশির মতো করোনাভাইরাসের উপসর্গে ভুগছিলেন তিনি। পুতুল প্রয়াত সাংসদ মোস্তাফিজার রহমান পটলের স্ত্রী।

বৃহস্পতিবার (২১ মে) রাত সোয়া ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত্যু হয় কামরুন্নাহার পুতুলের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।

বিজ্ঞাপন

বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু জানান, কামরুন্নাহার পুতুল কয়েকদিন ধরে জ্বর, কাশি, পাতলা পায়খানা ও খাবারে অরুচিজনিত সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই মারা যান তিনি।

ডা. সামির হোসেন মিশু আরও জানান, কামরুন্নাহার পুতুল ক’দিন আগে তার অসুস্থ ছেলেকে দেখতে ঢাকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর থেকে তিনি অসুস্থতা বোধ করতে থাকেন। তার শারীরিক সমস্যাগুলো করোনা উপসর্গের সঙ্গে মিলে যাওয়ায় তিন দিন আগে তার নমুনা সংগ্রহ করা। বৃহস্পতিবার রাত পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যায়নি। তবে করোনা সন্দেহভাজন হিসেবেই তার লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ডা. সামির।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কামরুন্নাহার পুতুল তৎকালীন বগুড়া-জয়পুরহাট জেলার সংরক্ষিত নারী আসনে সাংসদ মনোনীত হন। তার স্বামী মোস্তাফিজার রহমান পটল ১৯৭৩ সালে আওয়ামী লীগের মনোনয়নে বগুড়ার গাবতলী আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। কামরুন্নাহার পুতুল রাজনীতিতে যোগ দেওয়ার আগে রূপালী ব্যাংকে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

করোনা উপসর্গ করোনা উপসর্গ নিয়ে মৃত্যু কামরুন্নাহার পুতুল সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর