Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিকআপের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল মাইক্রোবাসের ৩ যাত্রীর


২২ মে ২০২০ ১৩:৫১ | আপডেট: ২২ মে ২০২০ ১৬:১৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন জন মারা গেছেন। তারা তিন জনই ওই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন— চাঁদপুরের মতলব উত্তরের রফিকুল ইসলাম, গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানায় উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকালে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। সানারপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয় পিকআপটির। এসময় মাইক্রোবাসের ছয় যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল আনার পথেই তিন জনের মৃত্যু হয়।

এসআই জানান, বাকি তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতেদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

৩ জন নিহত টপ নিউজ পিকআপ-মাইক্রোবাস সংঘর্ষ মুখোমুখি সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর