Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু


২২ মে ২০২০ ০৫:৩২ | আপডেট: ২২ মে ২০২০ ১২:৪১
নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশ সদস্য মো. মোখলেছুর রহমান। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের সদর কোর্টের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।
তিনি জানান, মারা যাওয়া পুলিশ সদস্যের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক  বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মো. মোখলেছুর রহমানের মৃত্যুতে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, তার মরদেহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রসঙ্গত, এ নিয়ে শুক্রবার (২২ মে) এই প্রতিবেদন লেখা অবধি বাংলাদেশ পুলিশের মোট ১০ সদস্য নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।

বিজ্ঞাপন

কোভিড-১৯ নভেল করোনভাইরাস বাংলাদেশ পুলিশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর