Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে নতুন করে করোনায় আক্রান্ত ৬৭


২২ মে ২০২০ ০৪:০২ | আপডেট: ২২ মে ২০২০ ০৬:৪৭

সিলেট: সিলেটে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ জন। বৃহস্পতিবার (২১ মে) ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৭ জনের করোনা শনাক্ত হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, হবিগঞ্জের ২৫ জন, মৌলভীবাজারের ২২ জন ও সুনামগঞ্জের ৭ জন রয়েছেন। সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত ৫৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। উপ-পরিচালক জানান, বৃহস্পতিবার ওসমানীর পিসিআর ল্যাবে মোট ১৭৮ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ নমুনা পজেটিভ আসে। শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট নগরী, সদর উপজেলা, ফেঞ্চুগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। এনিয়ে সিলেট জেলায় মোট করোনা শনাক্ত হলো ২৩৮ জনের।

বিজ্ঞাপন

এদিকে, ঢাকা ল্যাবে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাট ১৪ জন, সদর উপজেলায় ১ জন, লাখাইয়ে ১ জন, নবীগঞ্জে ৩ জন, বাহুবলে ২ জন, মাধবপুরের ১ জন, আজমিরীগঞ্জের ২ জন ও বানিয়াচংয়ের একজন রয়েছেন। এদের মধ্যে স্বাস্থ্যকর্মীসহ সরকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন ৯ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন ও মারা গেছেন ১ জন। একই সঙ্গে মৌলভীবাজারের নতুন ২২ জন ও সুনামগঞ্জের ৭ জনের রিপোর্ট পজেটিভ আসে।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর