Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন বিএসএমএমইউ করোনা ল্যাব ও ফিভার ক্লিনিক বন্ধ থাকবে


২২ মে ২০২০ ০০:৫০ | আপডেট: ২২ মে ২০২০ ১৬:১৯

বিএসএমএমইউ ফিভার ক্লিনিকে করোনা পরীক্ষার জন্য অপেক্ষমাণদের লাইন

ঢাকা: বেতার ভবনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফিভার ক্লিনিক ও করোনা ল্যাব ঈদুল ফিতরের দিন বন্ধ থাকবে। তবে রোগীদের সুবিধার্থে ঈদের ছুটির আগের দিন ও ঈদের পরের দিন খোলা থাকবে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বিএসএমএমইউ সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব বন্ধ থাকবে। ঈদের আগের ও পরের দিন এই সেবা চালু থাকবে। এছাড়া ঈদের আগের দিন বিএসএমএমইউ বহির্বিভাগ খোলা থাকবে। তবে ঈদের দিন ও ঈদের পরের দিন বহির্বিভাগ বন্ধ থাকবে।

এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অন্তঃবিভাগ ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ঈদের দিন বন্ধ করোনা ল্যাব খালেদা জিয়াকে দেখতে বিএসএমএমইউয়ে ফিভার ক্লিনিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর