Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে করোনা পরীক্ষার ফি ৪৫০০ টাকা


২২ মে ২০২০ ০০:২৫ | আপডেট: ২২ মে ২০২০ ০১:০১

ঢাকা: অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণের পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে তিন হাজার ৫০০ টাকা দিয়ে নমুনা পরীক্ষা করানো যাবে। তবে কোনো প্রতিষ্ঠান বাড়িতে গিয়ে রোগীর নমুনা সংগ্রহ করলে বাড়তি এক হাজার টাকা, অর্থাৎ মোট সাড়ে চার হাজার টাকা নিতে পারবে খরচ হিসেবে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বৃহস্পতিবার (২১ মে) কোভিড-১৯ বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ডা. নাসিমা সুলতানা বলেন, ঢাকার মধ্যে দুইটি বেসরকারি প্রতিষ্ঠান— আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও বায়োমেড ডায়াগনস্টিকস পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। সরকার অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো নির্ধারিত ফি (অন্তঃবিভাগ ও বহিঃবিভাগের রোগীদের জন্য ৩,৫০০ টাকা, বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করলে অতিরিক্ত আরও ১০০০ টাকা) দিয়ে এসব জায়গায় কোভিড-১৯ পরীক্ষা করানো যাবে।

এর আগে, ঢাকায় এভারকেয়ার হাসপাতাল (সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, পুর্নাভা হেলথ বাংলাদেশে লিমিটেড, ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, ল্যাব এইড হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল ও কেয়ার মেডিক্যাল কলেজকে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেওয়া হয়।

এছাড়াও রাজধানী ঢাকার বাইরে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্রগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (পিটিই) লিমিটেডে কোভিড-১৯ নমুনা পরীক্ষা করানো হচ্ছে।

বিজ্ঞাপন

করোনা পরীক্ষা করোনা পরীক্ষার ফি বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষা